সোমবার, ২৫ মে, ২০১৫

ধ্বংস তাদের জন্য যারা যাকাত আদায় করে না।


ধ্বংস তাদের জন্য যারা যাকাত আদায় করে না
এরশাদ হচ্ছেঃ আর যারা স্বর্ণ রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের ললাট-পাশ্ব-পৃষ্ঠ দগ্ধ করা হবে (সে দিন বলা হবে) এটাই, যা তোমরা জমা করে ছিলে নিজেদের জন্য সুতরাং যা তোমরা জমা করতে এখন তাই আস্বাদান কর ধ্বংস তাদের জন্য, যারা লোক দেখানোর নিয়তে জেহাদ করে, ইলম শিক্ষা দেয়, দাওয়াত তাবলিগের কাজ করে এবং সাদকার ন্যায় নেক আমল সমূহ সম্পাদন করে কিয়ামতের দিন চুরান্ত ফয়সালা শেষে তাদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে ধ্বংস তাদের জন্য, যারা অন্যায়ভাবে কোন মুসলমান হত্যা করে
এরশাদ হচ্ছেঃ যে ব্যক্তি সেচ্ছায় কোন মুসলমান হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চির কাল থাকবে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাদ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন
ধ্বংস তাদের জন্য, যারা সুদ খোর, ঘুষ খোর কারণ, হারাম দ্বারা তৈরি গোস্তের স্থান জাহান্নাম
এরশাদ হচ্ছেঃ যারা সুদ খায়, তারা ব্যক্তির ন্যায় ব্যতীত দাঁড়াতে পারবে না, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দিয়েছে এটা জন্য যে, তারা বলেছে বিকিকিনি তো সুদের মতই অথচ আল্লাহ বিকিকিনি হালাল করেছেন আর সূদকে হারাম করেছেন অতএব যার নিকট তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত থেকেছে, তার বিষয়টি আল্লাহর ওপর ন্যাস্ত আর যারা পুনরায় সূদের কারবার করবে, তারাই দোযখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে
রাসূল (সাঃ) বলেছেনঃ ধ্বংস তার জন্য যে খেয়ানত করেছে এবং জনসাধারনের সম্পদ আত্মসাৎ করেছে
রাসূল (সাঃ) বলেছেনঃ ধ্বংস তার জন্য, যে কোন মুসলামনের হক মিথ্যা কসম দ্বারা নিয়ে নিল যদিও তা আরাক গাছের ছোট ডাল তুল্য হয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম প্রজ্জলিত করে রেখেছেন
ধ্বংস তার জন্য, যে ইয়াতিমের ওপর জুলুম করে, তাকে সুষ্ঠু শিক্ষা থেকে বঞ্চিত করে এবং তার সম্পদ ভক্ষণ করে
এরশাদ হচ্ছেঃ যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা নিজদের পেটে আগুন ভর্তি করে, এবং তারা সত্তরই অগ্নিতে প্রবেশ করবে
ধ্বংস তাদের জন্য, যারা দাম্ভিক, অহংকারী রাসূল (সাঃ) বলেছেনঃ আমি কি তোমাদের জাহান্নামীদের ব্যাপারে বলে দিব!? প্রত্যেক বদমেজাজ, কৃপন, অহংকারী
রাসূল (সাঃ) বলেছেনঃ পরিধেয় কাপড় যতটুকু টাখনুর নিচে যাবে, টাখনুর ততটুকু স্থান জাহান্নামে থাকবে
ধ্বংস তার জন্য, যে মাতা-পিতার অবাধ্য, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে
রাসূল (সাঃ) বলেছেনঃ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না
ধ্বংস তার জন্য, যে পরনিন্দা, দোষ চর্চ্চা, মিথ্যাচার মিথ্যা সাক্ষ্য প্রদান করে
রাসূল (সাঃ) বলেছেনঃ মুখের পদস্খলন আর বিচু্যতিই, মানুষকে উপুর হয়ে জাহান্নামে যেতে বাধ্য করবে
ধ্বংস তার জন্য, যে মাদকদ্রব্য সেবন করে রাসূল (সাঃ) বলেছেনঃ আল্লাহর প্রতিজ্ঞা, যে নেশাদ্রব্য সেবন করবে, তাকে তিনিতীনাতে খাবালপান করাবেন সাহাবীরা জিজ্ঞাসা করলোতীনাতে খাবালকি? তিনি বললেনঃ জাহান্নামীদের নির্যাস-ঘাম
ধ্বংস তার জন্য, যে নিষিদ্ধ বস্তু থেকে দৃষ্টি সংযত করে না রাসূল (সাঃ) বলেছেনঃ চোখও যেনা করে, তার যেনা হল দৃষ্টি
ধ্বংস সে নারীদের জন্য, যারা বস্ত্র পরিধান করেও বিবস্ত্র থাকে, অপরের প্রতি আকৃষ্ট হয় এবং অপরকে নিজের প্রতি আকৃষ্ট করে তারা জাহান্নাতে প্রবেশ করবে না এবং তার ঘ্রাণও পাবে না
হে বনি আদম! তোমার সামনে জাহান্নামের বর্ণনা তুলে ধরা হল, যা তুমি প্রতি বৎসর গ্রীষ্ম-শীতের নিঃশ্বাসের মাধ্যমে উপলব্দিও কর আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর আল্লাহর শপথ! দুনিয়ার পর জান্নাত-জাহান্নাম ভিন্ন অন্য কোন স্থান নেই
এরশাদ হচ্ছেঃ অতএব তোমরা আল্লাহর দিকে দৌঁড়ে যাও আমি তার তরফ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী
অন্যত্র এরশাদ হচ্ছেঃ মুমিনগণ! তোমরা নিজেদেরকে এবং স্বীয় পরিবার-পরিজনকে সে অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ আর পাথর যাতে নিয়োজিত আছে পাষান হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতাগণ, তারা আল্লাহর নির্দেশের ব্যতিক্রম করে না, এবং তাই সম্পাদন করে, যা তাদের আদেশ করা হয়
হাসান বসরী (রহ) বলেনঃ যে ব্যক্তি জান্নাতের আশা করে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং যে ব্যক্তি জাহান্নাম ভয় করে না, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না অন্তরের ভেতর সত্যিকার ভয় থাকলে, অঙ্গ-প্রতঙ্গ থেকে খালেস আমল বেড়িয়ে আসে
যেমন রাসূল (সাঃ) বলেছেনঃ যার ভেতর ভয় ছিল সে প্রত্যুশে রওনা করেছে আর যে প্রত্যুশে রওনা করেছে, সে অভিষ্ট লক্ষ্যেও পৌঁছেছে মুনাফিকদের স্বভাব হচ্ছে জাহান্নাম পশ্চাতে থাকলেও বিশ্বাস না করা, যতক্ষণ না তার গহবরে তারা পতিত হয় মূলত জাহান্নামের বর্ণনা নেককার লোকদের ঘুম হারাম করে দিয়েছে বিস্বাদ করে দিয়েছে তাদের খাবার-দাবার
রাসূল বলেছেনঃ আল্লাহর শপথ! আমি যা জানি যদি তোমরা তা জানতে, কম হাসতে বেশী কদঁতে বিছানায় স্ত্রীদের সম্ভোগ করার বোধ হারিয়ে ফেলতে আল্লাহর সন্ধানে পাঁহাড়ে এবং উঁচুস্থান সমূহে বের হয়ে যেতে সুবহানাল্লাহ! আখেরাত বিষয়ে মানুষ কত উদাসীন! তার আলোচনা থেকে মানুষ কত গাফেল!
এরশাদ হচ্ছেঃ মানুষের হিসাব-নিকাস অতি নিকটবর্তী, অথচ তারা বে-খবর, পশ্চাদমুখি তাদের নিকট রবের পক্ষ থেকে যখন কোন উপদেশ আসে, তারা তা খেলার ছলে শ্রবন করে তাদের অন্তরসমূহ তামাশায় মত্ত হে বনি আদম! হিসাব অতি নিকটে, তবে কেন উদাসীনতা!? কেন হৃদয় কম্পিত হয় না!? অন্তরের মরিচিকা সবচেয়ে বিপদজনক, তার মহর মারাত্বক কঠিন এখনো কি কর্ণপাত করার সময় হয়নি!? চোখে দেখার সময় হয়নি!? অন্তর সমূহের ভীত হওয়ার সময় হয়নি? অঙ্গ-প্রতঙ্গের সংযত হওয়ার সময় হয়নি!?
যারা ইমান এনেছে, তাদের অন্তর আল্লাহর স্মরণ এবং যে সত্য অবতীর্ণ হয়েছে, তার কারণে বিগলিত হওয়ার সময় এখনো আসেনি? ভুলে গেলে বিপদ ঘটবে, আমাদের প্রত্যেককে জাহান্নামের ওপর দিয়ে যেতে হবে তবে সেই ভাগ্যবান যে এর থেকে মুক্তি পাবে
এরশাদ হচ্ছেঃ তেমাদের প্রত্যেকেই তথায় পৌছঁবে এটা তোমার রবের চুরান্ত ফয়সালা অতঃপর আমি মুত্তাকিদের নাজাত দেব এবং অত্যাচারীদের নতজানু হালতে সেখানে ছেড়ে দিব
হে বনি আদম! আর কতকাল গাফেল থাকবে!? আর কতদিন দুনিয়া সঞ্চয় করতে থাকবে!? আর কতদিন তার জন্য গর্ব করবে!?
আল্লাহ তাআলা বলেনঃ পরস্পর ধন-সম্পদের অহংকার তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা এটা জানতে পারবে অতঃপর এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে অতঃপর এটা কখনো ঠিন নয়, শীঘ্রই তোমরা এটা জানতে পারবে সাবধান! যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে (তবে এমন কাজ করতে না) তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে অতঃপর তোমরা তা দিব্য-প্রতয়ে দেখবে এরপর অবশ্যই সে দিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে
সুভসংবাদ তাদের জন্য, যারা জাহান্নামকে ভয় করে এবং যে কাজ করলে জাহান্নামে যেতে হবে, তা থেকে বিরত থাকে
এরশাদ হচ্ছেঃ যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত
আল্লাহ তাআলা বলেনঃ যাদেরকে তারা আহবান করে, তারা নিজেরাই তো তাদের রবের নৈকট্য লাভের জন্য উপায় সন্ধান করে যে, তাদের মধ্যে কে কত নিকট হতে পারে তারা তার রহমত আশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয় তোমার রবের শাস্তি ভয়াবহহে আল্লাহ! আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে দাও এবং তোমার রহমতের ছায়াতলে আশ্রয় দান কর হে আল্লাহ! আমাদের জাহান্নামের অতল গহবরে ছেড়ে দিও না, আমাদের ঘার ধরে পাঁকড়াও করো না হে আল্লাহ! আমাদের তওবা কবুল করুন এবং আমাদের সুন্দর সমাপ্তি প্রদান করুন
এরশাদ হচ্ছেঃ হে আমাদের রব! আমাদের থেকে জাহান্নামের শাস্তি হটাও নিশ্চয় এর শাস্তি তো আঁকড়ে থাকার জিনিস এটা খুব খারাপ স্থান থাকার জায়গা
হে আমাদের রব! তুমি যাকে দোযখে নিক্ষেপ করবে, তার নিশ্চিত অপমান হবে জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই
লেখকঃ রাশেদ বিন আব্দুর রহমান আয-যাহরানী
অনুবাদ: সানাউল্লাহ নজির আহমদ
ইসলাম প্রচার বু্যরো, রাবওয়াহ, রিয়াদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন